Site icon suprovatsatkhira.com

খলিষখালী ইউপি চেয়ারম্যানের উদ্যোগে করোনা আক্রান্ত দুই পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালীতে করোনায় আক্রান্ত দুই গৃহবধূর পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন খলিষখালী ইউপি চেয়ারম্যান। শনিবার (১৩ জুন) সকালে খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান ব্যক্তিগত তহবিল থেকে বাগমারা গ্রামে করোনায় আক্রান্ত সুমী বেগম (২৬) ও কাটাখালী গ্রামের আসমা বেগম (২৩) এর বাড়িতে তেল, আলু, লবণ, সাবান, পেঁয়াজ, লিচু, মাল্টা, আনারস সহ শিশু খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন। গত ৭ ও ৮ জুন এক দিনের ব্যবধানে ওই দুই গৃহবধূর করোনা পজিটিভ শনাক্ত হয়।

এ সময় চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান আক্রান্ত দুই পরিবারকে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার জন্য বলেন। তিনি আরও বলেন, ‘মনোবল শক্ত রেখে চলতে হবে। মারাত্মক কোন সমস্যা হলে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। স্থানীয় জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সজাগ-সচেতন থাকার আহŸান জানান’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version