জুন ১৭, ২০২০
কৈখালী ইউনিয়নে ৮শ’ জেলের মধ্যে চাল বিতরণ
ইমাম হোসেন, কৈখালী (শ্যামনগর) প্রতিনিধি: আব্দুল মজিদ। মাছ ধরে জীবন ও জীবিকা নির্বাহ করাই তার প্রধান পেশা। করোনার কারণে দীর্ঘ সময় মাছ ধরতে সুন্দরবন সংলগ্ন নদীতে নামতে পারেনি। পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে সংসার চলছিল তার। এরই মধ্যে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্ফানে সব লন্ড ভন্ড করে দেয়। অভাবের সংসারে কি করবে ভেবে মাথায় যেন বজ্রাঘাত। সংসারের হালচাল নিয়ে দিশেহারা তার মতো করিম, মোস্তাফিজুরসহ হাজারো পরিবার। এরই মধ্যে অভাব তাড়িত পরিবার গুলোর মনে সুখের বার্তা নিয়ে আসে সরকারি সহায়তা দেবার খবর। গতকাল শ্যামনগরের কৈখালী ইউনিয়নের ৮শত জেলে পরিবারের মধ্যে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। পরিবার প্রধানরা সরকারি এ খাদ্য সহায়তা পেয়ে বেজায় খুশি। ১৭ জুন(বুধবার) কৈখালী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এ চাল বিতরণ করা হয়। সামাজিক নিরাপত্তা বজায় রেখে সরকারি ভাবে বরাদ্দকৃত ৫৬কেজি করে চাল বিতরণ করেন-ট্যাগ অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জহুরুল ইসলাম। এসময় ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম,ইউপি সচিব মহসিন আলীসহ ইউপি সদস্যারা উপস্থিত ছিলেন। সরকারিভাবে বরাদ্দকৃত পেয়ে জেলেরা সরকারের এ কার্যক্রমকে ধন্যবাদ জানান। 8,952,600 total views, 8,350 views today |
|
|
|