Site icon suprovatsatkhira.com

কৈখালী ইউনিয়নের জয়াখালী ইট সোলিং রাস্তার বেহাল দশা

ইমাম হোসেন, কৈখালী (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কৈখালী জয়াখালী গ্রামের ইট সোলিং রাস্তার বেহাল দশা। মোহাজেরিন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সোলিং রাস্তা, চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বাড়ি থেকে প্রাক্তন মেম্বার নুর ইসলামের বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সোলিং রাস্তা, রাশেদিয়া মাদ্রাসা সংলগ্ন সোলিং রাস্তর বেহাল দশা যেন দেখার কেউ নেই। সরজমিনে দেখা যায়, উক্ত রাস্তা জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে ।
বর্তমান ভারী বর্ষার কারণে রাস্তার ইট বালু সরে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। যার কারণে ভ্যান, বাই সাইকেল, মটর সাইকেলসহ জনসাধারণের চলা চলের অনুপযোগী হয়ে পড়েছে । উক্ত রাস্তা দিয়ে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মুসল্লী সহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষ চলাচল করে। বর্তমানে রাস্তা গুলার ইট, বালু এলো মেলো হয়ে কাদায় পরিণত হয়ে জনসাধারণের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এলাকাবাসী জানায়, মাঝে মধ্যে জোড়াতালি দিয়ে রাস্তা সংস্কার হলেও বর্ষায় তা আবার নষ্ট হয়ে যায়। এবিষয় দক্ষিণ জয়াখালী জামে মসজিদের ইমাম সাহেব মাও. আবু ইদ্রিস সহ এলাকা বাসির দাবি যাতে করে উক্ত রাস্তা দ্রæত সংস্কার হয় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ জন প্রতিনিধিদের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version