সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে মোছা: আছিয়া খাতুন (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। নিহত কিশোরী ইউনিয়নের বৈশখালী এলাকার আব্দুল মান্নানের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ‘শনিবার সকালে আছিয়ার পিতা ও মাতা বাড়ি থেকে বাইরে যায়। এই সুযোগে সে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকাল দশটার দিকে আছিয়ার মা বাড়িতে এসে দরজা খুলে ঘরে প্রবেশ করে আছিয়াকে ঝুলতে দেখে চিৎকার করলে আশে পাশের মানুষ ছুটে এসে আছিয়াকে নামিয়ে গ্রাম্য চিকিৎসককে সংবাদ দেয়। গ্রাম ডাক্তার এসে আছিয়াকে মৃত ঘোষণা করে।
সংবাদটি শ্যামনগর থানাকে অবগত করা হলে এস আই মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ সুরত হাল করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন। তবে আছিয়ার আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।