জুন ২৩, ২০২০
কেক কেটে আ’লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ
রমিজুল ইসলাম : বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতির বাসভবনে সীমিত পরিসরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুনর রশীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবী শিমুন শামস্, সাবেক ছাত্র নেতা বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য জি এম ওয়াহিদ পারভেজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্রনেতা ও যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন, ছাত্রনেতা আশিক রেজা অপু সহ প্রমুখ। জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ বলেন, বাংলা ও বাঙালির মুক্তির সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, দীর্ঘ ৫০ বছর ধরে মানুষের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠা করার জন্য জাতির পিতার আদর্শে নিজেকে বিলিয়ে আমার সাতক্ষীরা জেলায় কাজ করে যাচ্ছি। কখনো এমন মহৎ সংগঠনের অবমাননা করতে দেয় নাই। সেই মহান স্বাধীনতা যুদ্ধ থেকে আজ অবদি পিছু-পা না হয়ে সংগঠনের গতিশীলতা বজায় রেখেছি। আমি বিশ্বাস করি যার ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগ তথা জাতির পিতার আদর্শ বিদ্যমান সে কখনো এমন সংগঠন-চ্যুত হবে না। আমি আমার সকল দলীয় নেতাকর্মীদের কাছে উদাত্ত আহŸান জানাচ্ছি বিবেক দিয়ে দল করুন মানবতা নিয়ে মানুষের সেবা করুন তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ তার পূর্ণ সার্থকতা পাবে। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। 8,952,572 total views, 8,322 views today |
|
|
|