কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে হতদরিদ্র ৩শ’ ৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২১ জুন) সকাল ১০টায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়ন পরিষদে খাদ্য সামগ্রী বিতরণ করেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, পেঁয়াজ ডিম বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না আসা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলকে আহŸান জানান। এ সময় কুলিয়া ইউপি সচিব খালিদ হাসান (খান), ইউপি সদস্য অচিন্ত কুমার মন্ডল ও ভরত চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।