কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে দেবহাটা উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২২জুন) সকাল ৯টায় কুলিয়া ইউনিয়নে সুরক্ষা সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম।
এ সময় চার ইউনিয়নের এতিম ১শ’ জন শিশু বাচ্চার মাঝে ইউনিয়ন চেয়ারম্যান ও সি.ডি.পির মাধ্যমে বাড়ি মেরামতের জন্য নগদ ১ হাজার ৫শ’ টাকা এবং পরিবারের সদস্য ভিত্তিক মাস্ক, জুতা, বিøসিং পাউডার, সাবান, মগ, সাবান কেস ও হুইল পাউডার বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের প্রোজেক্ট কো-অর্ডিনেটর আ: কাদের, ব্রাঞ্চ ম্যানেজার শেখ ফজলুল হক শাহীন, আহছানিয়া মিশনের নবগঠিত সভাপতি সাংবাদিক ওমর ফারুক মুকুল, সাধারণ সম্পাদক হোসেন আলী, অর্থ-সম্পাদক মো: ছন্টু, সদস্য ডা: মনিরুল ইসলাম ও রিয়াজুল ইসলাম(বাবু) প্রমুখ। এসময় তারা বলেন প্রতিমাসে ১০০ জন এতিম বাচ্চাদের মাঝে এই প্রোজেক্ট চলমান থাকবে।