নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব, ঐতিহ্যের ও সংগ্রামের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এতে কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা এসএম সানাউল্লাহ, আব্দুল হক তরফদার, ইউনুচ আলী, রাজগুল ইসলাম গাজী, রনজিৎ মÐল, আব্দুল ওহাব গাজী প্রমুখ।