জুন ২৩, ২০২০
কাশিমাড়ির স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় হুমকির মুখে জনস্বাস্থ্য
গাজী আল ইমরান, নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় আম্পানের ছোবলে নদী ভাঙনের ফলে পানি বন্দী হয়ে পড়েছে কয়েকটি ইউনিয়ন। এরমধ্যে উপজেলার অন্য ইউনিয়ন রিং-বাধের মাধ্যমে লোনা পানির ছোবল থেকে মুক্তি পেলেও কাশিমাড়ি ইউনিয়ন রয়েছে জোয়ার ভাটার কবলে। ইউনিয়নের অধিকাংশ গ্রাম প্লাবিত হওয়ার ফলে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। এ এলাকায় একাধিক গভীর নলক‚প থাকার সত্তে¡ও মানুষ ঠিকমত সুপেয় পানি পাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এছাড়া অধিকাংশ হতদরিদ্র পরিবারের ল্যাট্রিন কাচা হওয়ার কারণে জোয়ার ভাটায় ভেঙে পড়েছে আবার অনেকটাই রয়েছে পানি বন্দী। সুতরাং মানুষ তাদের ল্যাট্রিন ব্যবস্থায় পড়েছে কঠিন বিপাকে। স্থানীয় মানুষের ভাষ্য মতে, এলাকার অধিকাংশ মানুষ টিউবওয়েলের পানি পান করেন। কিন্তু বর্তমানে নদী ভাঙনে টিউবওয়েল গুলো সব ডুবে যাওয়ায় মানুষ ঠিকমত পানি পাচ্ছে না। তাছাড়া সকল মিষ্টি পুকুর রয়েছে লোনা পানির নীচে। ওই এলাকার আব্দুর রশিদ নামের একজন বয়োজ্যেষ্ঠ্য ব্যক্তি বলেন, বাথরুম গুলো জোয়ার ভাটার মধ্যে থাকায় এলাকায় দূষণের সৃষ্টি হয়েছে। অধিকাংশ মানুষের টয়লেট ভেঙে পড়ায় যে সমস্ত মানুষের টয়লেট গুলো এখনও ঠিক আছে সেগুলো ব্যবহার করতে হচ্ছে, যা নারীদের জন্য কষ্টসাধ্য। এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা ডুবে যাওয়া টিউবওয়েল গুলো উঁচু করে দিচ্ছি, এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট স্থাপনের প্রস্তুতি নিচ্ছি’। এমতাবস্থায় এলাকাবাসীর দাবি স্যানিটেশনের ব্যাপারে এখনই প্রস্তুতি না নেওয়া হলে ব্যাপক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে সাধারণ মানুষ। 8,951,378 total views, 7,128 views today |
|
|
|