জুন ১৫, ২০২০
কালিগঞ্জে জব্দকৃত ৪৮ মেট্রিক টন সরকারি গম আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ থেকে জব্দকৃত প্রায় ৪৮ মেট্রিক টন সরকারি গম অবশেষে আদালতের নির্দেশনা মোতাবেক ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপক‚লীয় এলাকা শ্যামনগর ও আশাশুনির ৬ টি ইউনিয়নের সাড়ে ৬ হাজার হতদরিদ্র বানভাসি মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। রোববার ও সোমবার সকালে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নিজ হাতে এ গম বিতরণ করেন। এ সময় তাকে এ কাজে সহায়তা করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জামিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) ইয়াছিন আলী, জেলা বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা, আশাশুনি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গোলাম বারী প্রমুখ। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ সময় বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক আম্পানে ক্ষতিগ্রস্ত উপক‚লীয় এলাকা শ্যামনগর উপজেলার গাবুরা, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর ও কৈখালী এবং আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলার সাড়ে ৬ হাজার হতদরিদ্র বানভাসি মানুষের মাঝে ১৪ কেজি করে এই গম বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, তিনি আদালতের নির্দেশনা বাস্তবায়ন করছেন। 7,988,629 total views, 396 views today |
|
|
|