Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত নাহিদের ঘরের ছাউনির ব্যবস্থা করলেন সেনাবাহিনী

শেখ শাওন আহমেদ সোহাগ : দেশের সম্পদ, সর্বোচ্চ সামরিক সংস্থা, দেশের মানুষের বিশ্বাস ও ভরসার মূর্ত প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বেরও প্রধান ঢাল। দেশ সেবার ব্রত নিয়েই বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োজিত রয়েছেন শত-সহ¯্র সূর্য সন্তান। যারা যেকোনো সংকটময় মুহ‚র্তে দেশের কল্যাণে নিজের জীবন বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেন না। নিষ্ঠা, শৃঙ্খলা ও সততার সঙ্গে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে হয়ে উঠেছেন অনন্য।

এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত কালিগঞ্জের নাহিদ হাসানের (১৬) ঘরের ছাউনির ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেনাবাহিনী।

জানা যায়, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের মৃত শেখ আব্দুস সোবহানের ছেলে নাহিদ হাসান পেশায় পত্রিকা বিক্রেতা। দীর্ঘ কয়েক বছর যাবৎ নাহিদের পিতা অসুস্থ থাকা অবস্থায় গত কয়েক মাস পূর্বে তিনি মৃত্যুবরণ করেন। মা ও ছোট দু’টি ভাইকে নিয়ে সংসারের যাবতীয় দায়িত্ব ওঠে তার উপর।

পরবর্তীতে পত্রিকা বিক্রির ব্যবসা শুরু করে যে টাকা উপার্জন করেন তা দিয়ে কোন রকমে সংসার চালাতেন। এরই মধ্যে হঠাৎ ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের কারণে অসহায় নাহিদের বসত ঘরের চাল লন্ড-ভন্ড হয়ে যায়। যার কারণে এ মৌসুমে মা ও ছোট দু’টি ভাইকে নিয়ে খুব মানবেতর জীবন যাপন করছিল।

বিষয়টি যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সহযোগী সম্পাদক আহসানুর রহমান রাজীব এবং সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের পরিচালক মঈনূল আমিন মিঠুর মাধ্যমে সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়।

এরপর বুধবার (১৭ জুন) সকালে যশোর সেনানিবাসের ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৫৫ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল ফারহান মনিরের নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত থেকে অসহায় নাহিদের ঘরের ছাউনির ব্যবস্থা করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version