জুন ১৮, ২০২০
কানা বাদল শিশুসহ আমার মেয়েকে অপহরণ করেছে: উদ্ধারের দাবিতে অসহায় বাবার সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কলারোয়ার চিহ্নিত লম্পট কানা বাদলের কবল থেকে মেয়ে এবং শিশু নাতিকে উদ্ধারের দাবি জানিয়েছেন এক ভুক্তভোগী অসহায় বাবা। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই আকুতি জানান সাতক্ষীরার কলারোয়া উপজেলার গাজনা গ্রামের আব্দুল কাদের মোড়লের ছেলে মো. কালাম মোড়ল। এক পর্যায়ে তার স্বামী ও শিশু ছেলেকে হত্যার হুমকি দিয়ে জিম্মি করে আমার মেয়েকে তার প্রেমে রাজি হতে বাধ্য করে। গত ৮ জুন শিশু ছেলেকে নিয়ে আমার মেয়ে আমাদের বাড়ি হতে স্বামীর বাড়িতে যাওয়ার পথে লম্পট বাদল তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও বাদলের কবল থেকে আমার মেয়ে ও শিশু নাতিকে উদ্ধার করতে পারিনি। এদিকে গোপনে খবর পেয়েছি বাদল আমার মেয়ে ও শিশু নাতির উপর বিভিন্নভাবে নির্যাতন চালাচ্ছে। তাদেরকে উদ্ধার করতে না পারলে আমার শিশু নাতি মারা যেতে পারে।
কালাম মোড়ল আরো বলেন, মাত্র ৫ মাসের শিশু সন্তানকে হারিয়ে আমার জামাতা এবং তার পরিবারের সদস্যরা পাগলের মত হয়ে পড়েছে। লম্পট বাদল এতটাই জঘন্য যে মাত্র ৫ মাসের শিশুকে জিম্মি করে নির্যাতন চালিয়ে তার স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। লম্পট বাদল ইতিপূর্বেও একাধিক নারীকে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে তাদের সংসার ভেঙেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বাদলের প্রথম স্ত্রী বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু বাদল নিজেকে বিভিন্ন বাহিনীর সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করার কারণে তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। 8,006,521 total views, 1,421 views today |
|
|
|