Site icon suprovatsatkhira.com

করোনা প্রতিরোধে যোগ আসন ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম চর্চায় অনলাইন কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : করোনা প্রতিরোধে যোগ আসন ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম চর্চায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরা জেলা প্রশাসন ও চিকিৎসক বার্তার যৌথ উদ্যোগে অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বেলা ১১টায় ফেসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠিত এই কর্মশালায় চিকিৎসক বার্তার নির্বাহী সম্পাদক ডা. সুব্রত ঘোষের সঞ্চালনায় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, এলিজাস ইয়োগার্টের প্রতিষ্ঠাতা এলিজা চৌধুরী, জনসান ইয়োগা অ্যান্ড ওয়েলনেস সেন্টারের প্রতিষ্ঠাতা কুশল রায় জয় এবং ইয়োগা শিক্ষক রোকনুজ্জামান টুটুল যোগ আসন ও শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন এবং অনুশীলন করে দেখান।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, করোনা প্রতিরোধে যোগ আসন ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম খুবই গুরত্বপূর্ণ এবং মানসিকভাবে স্বস্তিদায়ক। তিনি সকলকে যোগ আসন ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম চর্চার আহŸান জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version