নিজস্ব প্রতিনিধি: করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে ভর্তির পরপরই মারা গেলেন রবিউল ইসলাম নামের এক যুবক। রোববার সকালে তিনি মারা যান।
রবিউল ইসলাম পাটকেলঘাটা উপজেলার বাইগুনি গ্রামের আবুল খায়ের বিশ্বাসের ছেলে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার রবিউল ইসলাম সকালে হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসোলেশনে নেয়া হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান হাসপাতালের তত্বাবধায়ক।