জুন ২১, ২০২০
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দেবহাটার এক যুবকের মৃত্যু
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় করোনা উপসর্গে আহাদ আলী ওরফে বক্কন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার কামটা গ্রামের রইচ উদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, বক্কন পেশায় একজন রাজ মিস্ত্রি। সে দীর্ঘদিন ঢাকাতে রাজ মিস্ত্রির কাজ করে আসছিল। বুধবার ঢাকা থেকে বাড়ি এসে পার্শ্ববর্তী এক বাড়িতে কর্মরত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন চিকিৎসার জন্য সখিপুর হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি দেখে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। ঐ দিনই সদর হাসপাতালে ভর্তি করলে সিটি স্ক্যান সহ কিছু পরীক্ষা-নিরীক্ষা দেয় কর্তব্যরত চিকিৎসক। পরের দিন শনিবার সকাল সাড়ে নয়টার দিকে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে তাকে সেখানে না রেখে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলাকালীন রবিবার পুনরায় সিটি স্ক্যান করার পরামর্শ দেন চিকিৎসকরা। এরই মধ্যে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে তার শ্বাস কষ্ট ও শরীরে খিচুনী হয়েছিল বলে জানান পরিবারের সদস্যরা। নিহতের পরিবারের দাবি, সদর হাসপাতালে চিকিৎসাধীন সময়ে শুধুমাত্র স্যালাইন ছাড়া তেমন কোন ঔষধ দেননি কর্তব্যরত চিকিৎসক বৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান, নিহতের শরীরে করোনা উপসর্গ থাকায় ইসলামী ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির নেতৃবৃন্দরা দাফন কাজ সম্পন্ন করছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল শনিবার আহাদ আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তত্ত্বাবধায়ক। 7,969,229 total views, 2,863 views today |
|
|
|