জুন ১৮, ২০২০
উদ্ধারকৃত মোবাইল ফোন ফিরিয়ে দিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার
মাজহারুল ইসলাম : সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময়ে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ১৫ টি মোবাইল ফোন (স্মার্ট ফোন) তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মোবাইলের প্রকৃত মালিকদের কাছে এসব ফোন হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ‘উদ্ধারকৃত এসব মোবাইল ফোন ২০১৯ সাল এবং ২০২০ সালের বিভিন্ন সময়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যায় এবং চুরি হয়। মোবাইলের প্রকৃত মালিকদের অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফোনগুলো যশোর, খুলনা, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, ‘জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বর্তমানে করোনা সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে মোবাইল ফোন উদ্ধারের কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে’। তিনি আরও বলেন, ‘মোবাইল হারিয়ে গেছে অথচ যারা এখনও জিডি করেননি, তাদের মোবাইলের সকল তথ্য, ঘটনার সময় ও তারিখ উল্লেখ পূর্বক সংশ্লিষ্ট থানায় জিডি করার অনুরোধ করছি’। 7,988,056 total views, 4,326 views today |
|
|
|