Site icon suprovatsatkhira.com

আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ সংলগ্ন সড়কের পাশের মরা গাছ যেন মরণ ফাঁদ

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ সংলগ্ন সড়কের পাশে মৃত ঝুঁকিপূর্ণ গাছ যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় ওই মৃত গাছগুলো ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সরজমিনে দেখা গেছে, কলেজ সংলগ্ন মেইন রোডের পূর্ব পাশে একটি মৃত গাছ কলেজের দিকে ঝুঁকে আছে। শুকনো গাছটি যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। গাছটি ভেঙে পড়লে কলেজের ভবনসহ পার্শ্ববর্তী কয়েকটি বিল্ডিং ক্ষতিগস্ত হতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।

আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ জানান, ‘এই গাছটি জন্য সাধারণ মানুষ সহ ছাত্র-ছাত্রীরা ঝুঁকিতে আছে। যে কোনো সময় ডাল ভেঙে পড়ে বিশেষ করে কলেজের বঙ্গবন্ধু চত্বর ও সাইকেল শেডের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এজন্য শুকনো গাছটি অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version