নিজস্ব প্রতিনিধি : বাপেরবাড়ি বেড়াতে এসে আশাশুনির হেতাইলবুনিয়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই সন্তানের জননী নিহত গৃহবধুর নাম কবিতা সরকার (৩৮)। তিনি কাদাকাটি ইউনিয়নের ঝিকরা গ্রামের নিতাই সরকারের স্ত্রী।
ইউপি সদস্য নীলকণ্ঠ গাইন জানান- গত দুদিন আগে কবিতা তার ভাই দেবব্রত মণ্ডলের বাড়ি বেড়াতে আসে। বুধবার (২৪ জুন) সকালে হেতালবুনিয়া বাবার বাড়ি ছাদের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে অসাবধানতাবশত
স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে শুনেছি। দেবব্রতর বাড়ীর ছাদের পাশ দিয়ে যাওয়া খুঁটিটি আম্পান ঝড়ে আরও বাঁকিয়ে দিয়ে ছাঁদের উপর দিয়ে গেছে। দ্রুত খুঁটিটা না সরালে ঝুঁকিটা থেকেই যাবে।
খবর পেয়ে আশাশুনি থানার সেকেণ্ড অফিসার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরোতহাল রিপোর্ট করেন।
শ্মশানঘাটে মৃতের স্বজনদের সাথে সমবেদনা জানাতে আসেন আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার । তিনি এ ধরনের বিদ্যুৎ সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করে নিরাপদ বিদ্যুৎ সংযোগ কার্যক্রম বাস্তবায়ন করার জন্য পল্লী বিদ্যুৎ বিভাগ আশাশুনি উপজেলায় দায়িত্বরত কর্মকর্তাদের অনুরোধ জানান।
এঘটনায় আশাশুনি পল্লী বিদ্যুতের এজিএম এর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/