জুন ২৪, ২০২০
আশাশুনিতে ৯ জুয়াড়ি আটক
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বিশেষ অভিযানে বিভিন্ন জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করার সময় তাদের আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে বড়দল এলাকা থেকে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে পাইকগাছা থানার সোলাদানা গ্রামের মোহাম্মাদ গাজীর ছেলে মনিরুল ইসলাম (৪০), বড়দল গ্রামের মেরাজ ঢালীর ছেলে বাবু ঢালী (৩০) ও নুর ইসলামের ছেলে রুহুল আমিন (৪০) কে একটি জুয়ার আসর থেকে আটক করা হয়। এ সংক্রান্তে থানায় জুয়া আইনে ১৩(৬)২০২০ নং একটি মামলা রুজু করা হয়েছে। একই রাতে বড়দলের অপর একটি জুয়ার আসর থেকে আরও ৬ জুয়াড়িকে আটক করে পুলিশ। তারা শ্রীধরপুর গ্রামের গনি গাজীর ছেলে জিল্লাপ গাজী (৩০), নাসিরুদ্দিনের ছেলে মহিবুল্লাহ (২১), মাহমুদ গাজীর ছেলে আল মামুন (২০), আমীর গাজীর ছেলে ফজলুল করিম (৪০), ছাকাত সরদারের ছেলে হাফিজুল (৪০) ও চাঁদআলী গাজীর ছেলে মিজান (৪০)। এ সংক্রান্তে থানায় জুয়া আইনে ১৪(৬)২০২০ নং মামলাটি রুজু করা হয়। বুধবার আসামিদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ গোলাম কবির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 7,962,770 total views, 5,995 views today |
|
|
|