আশাশুনি (বড়দল) প্রতিনিধি: আশাশুনি উপজেলা ৫নং বড়দল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম বড়দল গ্রামের মৃতঃ হাজী কাবুল গাজীর ছেলে মোঃ ওলিউর রহমান মন্টু(৪২) নামের এক ব্যাক্তি করোনো পজিটিভ হয়েছে। গত সপ্তাহে তার নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়।
আজ তাঁর রিপোর্ট পজিটিভ হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলীফ রেজা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সোহাগ খান, বড়দল ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলীম মোল্লা ও স্থানীয় মেম্বার আব্দুর রশিদ গাজী সহ অনেকে তার বাড়িতে গিয়ে তাকে স্বাস্থ্যবিধি সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে তাঁর বাড়ি লকডাউন করে।