Site icon suprovatsatkhira.com

আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করলেন ইউএনও দেবাশিষ চৌধুরী

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তায় ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানে এ সহায়তা বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধরী।

এসময় শিবপুর ইউনিয়নের নেবাখালী গ্রামের ছকিনা খাতুনকে গৃহ নির্মাণের লক্ষে ২ বান ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক এবং কাটিয়া পুলিশ ফাঁড়ি ও ইটাগাছা পুলিশ ফাঁড়িতে ৪ বান ঢেউটিন ও নগদ ১২ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল ইসলাম।

সহায়তা প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুুরী বলেন, ‘দেশে করোনা প্রাদুুর্ভাবের মাঝে ঘূূর্ণিঝড় আম্পানে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়েছে।’

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version