জুন ২১, ২০২০
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সম্পত্তি দখলের পাঁয়তারা, খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রেস বিজ্ঞপ্তি : আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সম্পত্তি দখলের পাঁয়তারা এবং খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের মৃত. আব্দুর রহিমের পুত্র আব্দুল হামিদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা আব্দুর রহিম ১৯৬৪ সালের ১৩ জানুয়ারি একই গ্রামের কালু কাহারের কাছ থেকে ৬৬ শতক জমি ক্রয় করেন। সদরের ৪৭ নং বাবুলিয়া মৌজায় ৮০০ খতিয়ানের অধীন ৭১৭ খতিয়ানে ৯২৭ দাগে ২ একর ৮ শতক জমির মধ্যে এই ৬৬ শতক জমি ক্রয়কৃত। ১৯৯০ সালের হাল রেকর্ড অনুযায়ী জমির হাল দাগ ১৫৫ নং খতিয়ানে ৪৪৬ নং দাগ। সম্পত্তি ক্রয়ের পর থেকে আমরা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। তবে ৬৬ শতক জমির মধ্যে ২৭ শতক জমি বাইপাস সড়কের জন্য সরকার অধিগ্রহণ করে নেয়। নিয়মানুযায়ী আমরা সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছ থেকে জমি অধিগ্রহণের টাকাও পেয়েছি এবং তার রিসিভ কপি আমাদের কাছে আছে। এমতাবস্থায় ২০১৭ সালে কালু কাহারের ৫ পুত্র নাজের আলী ওরফে নবের আলী, মোশারফ হোসেন, আমের আলী, মোমিন আলী ও এরশাদ আলী আমার পিতার ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের পাঁয়তারা শুরু করে। জমির পাশে তাদের বাড়ি হওয়ায় তারা রাতের আঁধারে একটু একটু করে জমি দখল করতে থাকে এবং জমিতে ছোট ছোট ঝুপড়ি ঘর উঠানো অব্যাহত আছে। জমিতে লাগানো আমাদের ৩০টি মেহগনি গাছসহ অন্যান্য গাছ ও ফসলাদি কেটে নেয়। এমনকি এই জমিতে বাড়ি করার জন্য রাখা এক ট্রাক বালিও তারা চুরি করে নেয়। এসব বিষয়ে প্রতিবাদ করতে গেলে তারা দলবদ্ধভাবে মাথায় গামছা বেঁধে হাতে দা নিয়ে ছুটে আসে আমাদের খুন করার জন্য। অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা। তিনি আরো বলেন জমি জবর দখল করার পাশাপাশি কালু কাহারের পুত্র আমের আলী বাদী হয়ে ২০১৭ সালে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিভিল মামলা করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমাদের পরিবারের সদস্যদের হুমকি অব্যাহত রেখেছে এবং এখনও জমি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য উক্ত জমির সরকারি খাজনা ১৯৬৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আমি পরিশোধ করেছি। বর্তমানে উল্লেখিত ব্যক্তিরা আমাদের নানা ভাবে খুন জখম এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছে। উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি ও আমার জমি থেকে ঝুপড়ি ঘর সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। 7,963,700 total views, 6,925 views today |
|
|
|