Site icon suprovatsatkhira.com

অনলাইন কুইজ প্রতিযোগিতা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’র রেজিস্ট্রেশন চলছে

নিজস্ব প্রতিনিধি : করোনাকালে বাড়িতে অবস্থানকারী শিক্ষার্থীদের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শীঘ্রই শুরু হতে যাচ্ছে মুজিব বর্ষ অনলাইন কুইজ প্রতিযোগিতা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। প্রতিযোগিতায় অংশ নিতে ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ‘বঙ্গবন্ধু-ও-বাংলাদেশ-অনলাইন-কুইজ-সাতক্ষীরা’ নামক ফেসবুক পেইজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। আগ্রহীদের রেজিস্ট্রেশন করার আহŸান জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

প্রতিযোগিতার নিয়মাবলি: সাতক্ষীরা জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এজন্য ফেসবুকের উল্লিখিত পেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত। অংশগ্রহণকারী প্রতিযোগীদের ফেসবুক ম্যাসেঞ্জার আইডি থাকতে হবে। প্রতি সপ্তাহে একদিন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফেসবুক ম্যাসেঞ্জারে/লাইভে প্রশ্ন দেয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিদিন কুইজ বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। মাসের সেরা কুইজ বিজয়ীর জন্য থাকবে মেগা পুরস্কার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version