নিজস্ব প্রতিনিধি : ভালুকাচাঁদপুর আদর্শ কলেজের অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (২৮ জুন) বিকাল ৩টায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সিবি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। ভালুকাচাঁদপুর আদর্শ কলেজের অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।