মে ৭, ২০২০
ভারতে রাসায়নিক কারখানার গ্যাস লিক হয়ে ৮ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশের একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক হয়ে শিশূসহ প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ২ শতাধিক ব্যক্তিকে। বৃহস্পতিবার (০৭ মে) সকালে বিশাখাপত্তনমের এলজি পলিমার ইন্ডিয়া (প্রা.) লিমিটেড নামে প্রতিষ্ঠানটিতে এ দুর্ঘটনা ঘটে। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় কারখানাটির আশপাশের অন্তত তিনটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। অনেকেই শ্বাসকষ্ট ও চোখে জ্বালাপোড়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সবাইকে ঘরের বাইরে না আসার অনুরোধ জানিয়েছে বৃহত্তর বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল করপোরেশন। বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে ভেজা মাস্ক বা কাপড়ে মুখ ঢাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ১৯৬১ সালে হিন্দুস্তান পলিমার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ১৯৯৭ সালে কিনে নেয় দক্ষিণ কোরিয়ার এলজি কেমিক্যাল। কারখানাটিতে মূলত খেলনা বা অন্যান্য সামগ্রী তৈরিতে ব্যবহৃত পলিস্টারিন তৈরি হয়। সূত্র: দ্যা টাইমস অফ ইান্ডয়া। 8,589,675 total views, 6,361 views today |
|
|
|