জয়নগর (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে আম্পানের তাÐবে চরম ক্ষতির মুখে পড়েছে ইউনিয়নবাসী। গত ২০ মে রাতে ঘূর্ণিঝড় ঝড় আম্পান আঘাত হানে সাতক্ষীরা জেলাসহ জয়নগর ইউনিয়নে। আম্পানের তান্ডবে এলাকার বেশিরভাগ গাছ ভেঙে পড়েছে, কারও গাছের ডাল ভেঙে ঘরের চালের উপর পড়ে আছে, আবার কারও ঘরের চাল উড়ে গেছে। ঘূর্ণিঝড়ের আঘাতে বিদ্যুতের তার ছিড়ে ২ দিন যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে ইউনিয়নবাসী।
জয়নগরের ধানদিয়া এলাকার চাষি ছফেদ আলী জানান, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অতি কষ্টে ৩ বিঘা জমিতে তরকারির আবাদ করেছিলাম। কিন্তু এই ঝড়ের তা একেবারে শেষ হয়ে গেছে।
ধানদিয়া মিশনের মাস্টার লুকাস মন্ডল জানান, ‘আমার বাড়ির পাশে থাকা বড় একটি লম্বু গাছ উপড়ে ঘরের চালের উপর পড়েছে। ঘরের চাল ও দেয়াল অনেকটা ভেঙে গেছে, ঠিকঠাক করতে কিছুদিন সময়ও লাগবে। ঈশ্বরের কৃপায় স্ত্রী সন্তান নিয়ে বেচে আছি এটাই কপাল’। জয়নগর এলাকার সুব্রত দাস জানান, ‘আমার বাড়িতে আম গাছ ভেঙে পড়েছে’। একই এলাকার দেবপ্রসাদ দাস জানান, ‘আমার ঘরের চাল উড়ে গেছে। এছাড়া জয়নগর দক্ষিণ পাড়া মন্দিরের চালও উড়ে গেছে’।