Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় একদিনে ২৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নতুন করে আরো ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে । রোববার (১৭ মে) বিকালে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে তাকে জানানো হয়েছে, নমুনা পরীক্ষায় সাতক্ষীরায় ২৪ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এরমধ্যে ২৩ জন দেবহাটা উপজেলার এবং একজন আশাশুনি উপজেলার বাসিন্দা।
দেবহাটার ২৩ জন ঢাকা থেকে আসলে তাদেরকে সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। তাদের নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানোর পর করেন্টাইনের মেয়াদ ১৪ দিন শেষ করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। আজ রিপোর্ট পাওয়া গেছে সকলেই পজেটিভ। তারা পরিবারের কতজনকে সংক্রমিত করেছে তা নিয়ে আতংক ছড়িয়ে পড়েছে এলাকায়।

এখন তাদের খুঁজে প্রাতিষ্ঠানিক আইসুলেসনে রাখার চেষ্টা করা হচ্ছে।
এনিয়ে জেলায় মোট ২৯ জন করোনা পজেটিভ পাওয়া গেল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version