Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে আম্পানের কবলে পল্লী বিদ্যুতের খুঁটি: ক্ষতি প্রায় ৭৫ লক্ষ টাকা

শ্যামনগর অফিস : শ্যামনগরে ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে পল্লী বিদ্যুতের খুঁটি ও অন্যান্য সরঞ্জামাদী লন্ডভন্ড হয়েছে, যার ক্ষতি প্রায় ৭৫ লক্ষ টাকা। গত ৩ দিন যাবত বিদ্যুৎ বিহীন অন্ধকার শ্যামনগর। পল্লী বিদ্যুতের শ্যামনগর সাব-জোন অফিসের এজিএম মধুসূদন রায় জানান, ঘূর্ণিঝড় আম্পান এর প্রভাবে শ্যামনগর অঞ্চলের ব্যপক ক্ষতি হয়েছে। যার মধ্যে বৈদ্যুতিক পোল ভেঙেছে ২০ টি, পোল পড়ে গেছে ১২০ টি, ট্রান্সমিটার নষ্ট ৭টি, মিটার ভেঙে গেছে ৮৫০ টি, তার ছিড়ে গেছে ৩১০ স্পটে। যার ক্ষতির আনুমানিক মূল্য ৭৫ লক্ষ টাকা। ঘূর্ণিঝড় আম্পান এর প্রভাবে বৈদ্যতিক তার ও পোলের উপরে গাছের ডাল/গুড়ি পড়ে তার ছিড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এভাবে ঘূর্ণিঝড় আম্পান প্রভাব ৩ দিন বিরাজ করায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। এজিএম মধুসূদন রায় এর ঐকান্তিক প্রচেষ্টায় ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীদের সার্বিক সহযোগীতায় রাস্তা চলাচলের পথ সুগম করে বৈদ্যুতিক তার ও পোল পুনস্থাপন করে শ্যামনগরে বিদ্যুৎ সরবরাহ সীমিত আকারে হলেও চালু হয়েছে। বিদ্যুৎ বিভাগের লোকবল বিরামহীন পরিশ্রম করে অতিসত্বর শ্যামনগরের প্রত্যন্ত অঞ্চলে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপিত হবে বলে এজিএম মধুসূদন রায় জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version