Site icon suprovatsatkhira.com

মোবাইল প্লাসের পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরাতে মোবাইল প্লাসের পক্ষ থেকে প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি প্রতিরোধে গৃহবন্দি খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) বেলা ১২টায় শহরের হোটেল টাইগার প্লাসে এ ঈদ সামগ্রী বিতরণ করেন মোবাইল প্লাসের স্বত্বাধিকারী ও জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মীর তাজুল ইসলাম রিপন। তিনি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকলকে সচেতন হতে হবে। স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা ও বারবার সাবান অথবা হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধুতে হবে।’ এসময় সরকারি নির্দেশনা সামাজিক দূরত্ব বজায় রেখে করোনার প্রভাবে গৃহবন্দি খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দল রবিউল ইসলাম শিবলু, শিশু বিষয়ক ডাঃ জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মীর মনিরুজ্জামান, ব্যবসায়ী তানজিম কালাম তমাল,ক্রিকেটার হিমেল, অর্ক প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version