Site icon suprovatsatkhira.com

মহান মে দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি আদায়ের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ। যা মহান মে দিবস হিসেবে পরিচিত। শ্রমিকদের অধিকার আদায়ে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের রাজপথে যে আন্দোলন হয়েছিল তারই ১৩৪তম বার্ষিকী। আজকের এই দিন এলেই শ্রমিকের অতীত ইতিহাসের কথা সামনে চলে আসে। চলে আসে অমানবিক অত্যাচার আর নির্যাতনের ইতিহাস। এই আন্দোলনের ফলেই শ্রমিকরা পেয়েছে তাদের ৮ ঘণ্টা শ্রমের অধিকার। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও এ দিবসটি যথাযথভাবে পালিত হয়ে থাকে। কিন্তু শ্রমিক অধিকারের এই দিবসটি এবার এমন সময় এসেছে, যখন বাংলাদেশসহ বিশ্বের লাখ লাখ শ্রমিকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। মহামারি করোনাভাইরাসের প্রভাবে কলকারখানা ও উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। এর প্রভাবে দেশের অর্থনীতিও ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বলেছে, অনানুষ্ঠানিক অর্থনীতিতে কর্মরত বিশ্বের প্রায় ১৬০ কোটি মানুষ করোনাভাইরাস মহামারির কারণে জীবিকা হারানোর তাৎক্ষণিক ঝুঁকিতে রয়েছে। এই সংখ্যা বিশ্বের মোট শ্রমশক্তির অর্ধেক। করোনার কারণে দিবসটি পালনে এবার নেই বিশেষ কোন কর্মসূচী, আলোচনা সভা ও র‌্যালি। অনেকটা অনাড়ম্বরভাবে পালিত হতে যাচ্ছে দিবসটি। এদিকে মহান মে দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version