খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : করোনার ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তালিকাধারী হতদরিদ্রদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন পাটকেলঘাটার খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান। বুধবার (০৬ মে) করোনা বিকেলে প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্যদের সহযোগিতায় ৪শ’ ২০ টি পরিবারের বাড়িতে বাড়িতে চাউল ও শাক সবজি পৌঁছে দেয়া হয়।
এ সময় তালা উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ট্যাগ অফিসার শেখ কহিনুর ইসলাম, ইউপি সচিব শহিদুল ইসলাম, সাংবাদিক কিশোর কুমার, ইউপি সদস্য উত্তম দে, জালাল উদ্দীন মোড়ল, ওসমান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান জানান, ‘৪ হাজার ২শ’ কেজি সরকারি বরাদ্দের চাউল ও সবজি আজ ৪শ’ ২০ টি বণ্টন করা হয়েছে। তাছাড়া আমি ব্যক্তিগত ভাবেও হতদরিদ্র কর্মহীন মানুষদের সহায়তা অব্যাহত রেখেছি। এছাড়া যারা চাউল পায়নি তাদেরকেও পরিষদে ডেকে এনে নিজ উদ্যোগে সহায়তা করছি’।