ধানদিয়া (পাটকেলঘাটা) প্রতিনিধি : তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে প্রথমবারের মত টিসিবি’র পণ্য বিক্রি করায় নিম্নবিত্তদের পাশাপাশি স্থানীয় মধ্যবিত্তদের দীর্ঘ লাইন লক্ষ করা গেছে। বৃহস্পতিবার (০৭ মে) সকাল ১০ টা থেকে ইউনিয়ন পরিষদের সামনে টিসিবি পণ্যের ডিলার শেখ ট্রেডার্সে’র মাধ্যমে ৫ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা প্যাকেজ পণ্য হিসেবে বিক্রি করা হয়।
এ সময় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান আরিফুল আমিন মিলন, ইউপি সচিব মো. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তবে অনেকে বিক্রয় কেন্দ্রে সামাজিক দূরত্ববিধির নিয়ম মানেননি এমনকি অনেকের মুখে দেখা যায়নি মাস্ক এমনটাই অভিযোগ স্থানীয় সচেতন মহলের। ফলে করোনায় আক্রান্তের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন তারা।
সামাজিক দূরত্ব না মানার বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা সামাজিক দূরত্ব মানার কথা বলে দিয়েছি। গ্রাম পুলিশরাও কাজ করছে সামাজিক দূরত্ব বজায় রাখতে। অনেক সময় আমরাই বিষয়টা নিশ্চিত করতে কাজ করছি। তবে অনেক সময় সাধারণ মানুষ তা মানছে না’।
টিসিবি’র পণ্য বিক্রেতা মুশফিক জানান, ‘কয়েকদিন আগেও টিসিবি’র এ ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে নিম্নআয় ও খেটে খাওয়া মানুষের ভিড় বেশি লক্ষ করা গেছে। তবে এখন মধ্যবিত্তরাও ভিড় করছেন। প্রতিদিনই তাদের ভিড় বাড়ছে। কিন্তু মানুষের মাঝে সচেতনতা কমে যাচ্ছে’।