মে ২৮, ২০২০
ধানদিয়ায় গাছ বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪
জয়নগর (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়ার ধানদিয়া মিশনে গাছ বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৪ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক আহম্মদ (টিপু) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধানদিয়া মিশনের মাস্টার লুকাস মন্ডল জানান, ‘ঘূর্ণিঝড় আম্পানে তার ঘরসহ চালের উপর একটি মাঝারী আকৃতির লম্বুগাছ উপড়ে পড়ে। বৃহস্পতিবার সেই গাছ লুকাস মন্ডল বিক্রি করেন। গাছ বিক্রি করাকে কেন্দ্র করে মিশনের মানিয়েল সমর্থক ও প্রদীপ সমর্থকের লোকজনের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতরা হলেন প্রদীপ পক্ষের পৌল সেনের ছেলে মিলন সেন, মাইকেল সেনের ছেলে সোহাগ সেন, শাওন সেন ও হেনরি মন্ডলের মেয়ে তৃষ্ণা মন্ডল। আহতদের পরিবার সূত্র জানায় ‘তারা এখন হাসপাতালে ভর্তি আছে’। এ বিষয়ে মাস্টার লুকাস মন্ডল জানান, ‘ঝড়ে উপড়ে পড়া গাছটি পরিবারের জন্য অনিরাপদ ভেবে ফাদারের কাছ থেকে অনুমতি সাপেক্ষে গাছটি বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। সেই গাছ বিক্রিকে কেন্দ্র করে এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে। তবে যারা সংঘর্ষ ঘটিয়েছে তারা রাজনৈতিক ফায়দা লোটার জন্য এমনটা করেছে’। এ বিষয়ে সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক আহম্মদ টিপু জানান, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আহতদের পরিবারকে অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে’। 8,642,953 total views, 7,952 views today |
|
|
|