Site icon suprovatsatkhira.com

দেবহাটায় সেনাবাহিনী চিকিৎসা ক্যাম্পেইন

দেবহাটা প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে এবং ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ও সর্বসাধারণের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে দেবহাটায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ ইস্ট বেংগল এর পরিচালনায় চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে সকাল ৮টায় পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পেইনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহন করে। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন যশোর সেনা নিবাসের ৯ ইস্ট রেজিঃ অধিনায়ক লেঃ কর্ণেল ফারহান মনির, ডা. মেজর খাদিমুল ইসলাম, মেডিকেল এ্যাসিসটেন্ট সার্জেন্ট রাজন হোসেন, সৈনিক এম মাসুদ সহ সেনা সদস্যরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামন মনি, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠসিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম, সদস্য আব্দুস সালাম প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version