Site icon suprovatsatkhira.com

তালায় ২ শতাধিক গাছের আম নষ্ট করেছে দুর্বৃত্তরা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় শত্রæতা করে আম বাগানের বিভিন্ন প্রজাতির ২ শতাধিক গাছের আম নষ্ট করেছে দুর্বৃত্তরা। শনিবার (২ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার নুরুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। আম বাগানের মালিক ফিরোজ সরদার উপজেলার সদর ইউনিয়নের বারইহাটী গ্রামের ওমর আলী সরদারের ছেলে। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার সময় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ্ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা প্রেস ক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ বলেন, ‘এমন দৃশ্য দেখে তিনি হতবাক হয়েছেন! এটা কোন সভ্য মানুষের কাজ নয়। এমন জঘন্য কাজ যেই করুক তাকে শাস্তি পেতে হবে’। বাগান মালিক ফিরোজ সরদার জানান, ‘তিনি একজন মৌসুমি ফলের ব্যবসায়ী। যখন যে ফল হয় তখন সেই ফলের গাছ কিনে ফল বিক্রি করে সংসার চালান তিনি। তালা থানা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে তার আমের বাগান। উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের গফুর শেখের ছেলে বাবুল শেখের কাছ থেকে ২ বছরের জন্য ২ লক্ষ টাকায় লিজ নিয়ে আমের চাষ করে আসছেন। বাগানসহ আমের পরিচর্যায় আরো প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়েছে। এবছর আমের বাম্পার ফলনে ধার-দেনা কেটে উঠতে পারবেন বলে আশা করেছিলেন তিনি। কিন্তু তার সেই আশায় বাধ সাধল দুর্বৃত্তরা। রাতের আঁধারে দুর্বৃত্তরা গাছের কাঁচা আম সব ফেলে দিয়েছে। এতে তার প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। ফিরোজ সরদার আরো বলেন, আমাদের গ্রামের আলাউদ্দীন সরদার নামের এক যুবক অনেক আগে থেকে এলাকায় চুরি বদমায়েশি করে বেড়ায়। তার বাড়িতে সময়ে অসময়ে আসা যাওয়া করতো। গত কালও সে ফিরোজের বাড়িতে এসেছিল। কিন্তু সে তাকে তার বাড়িতে আসতে নিষেধ করলে তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। তার হুমকির ভয়ে রাতে সে বাগানে যেতে পারেনি। এই সুযোগে আলাউদ্দিন তার গাছের সব কাঁচা আম পেড়ে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে অভিযুক্ত আলাউদ্দিন সরদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ সময় এলাকাবাসী দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, খবর পেয়ে এমপি মহাদয়সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে থানায় এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version