মে ২২, ২০২০
জেলায় ঘূর্ণিঝড় আম্ফানে ৮০ হাজার ঘরবাড়ি বিধ্বস্থ, মৎস্য, প্রাণী ও কৃষির ব্যাপক ক্ষয় ক্ষতি
নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে সাতক্ষীরায় ২২ হাজার ৭১৫টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত ও প্রায় ৬১ হাজার ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়া কৃষিবিভাগের যে ক্ষতি হয়েছে তাতে টাকার পরিমান ১৩৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকা। মৎস্য বিভাগের ক্ষতি হয়েছে ১৭৬ কোটি ৩ লাখ টাকা। প্রানী সম্পদের ৭৭ লাখ ৬৭ হাজার টাকা। এদিকে, ৮১ কিলোমিটার রাস্তা ও ৫৭.৫০ কিলোমিটার বেড়িবাধের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া দেড় শতাধিক বিদ্যুতের খুটি উপড়ে পড়েছে। গাছপালা ভেঙে পড়েছে অসংখ্য। সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রে এ সব তথ্য জানা গেছে। 8,472,943 total views, 583 views today |
|
|
|