প্রেস বিজ্ঞপ্তি : লেখক, গবেষক, জাতীয় অধ্যাপক ও নর্দান ইউনিভারসিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা এর উপদেষ্টা ড. আনিসুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নর্দান ইউনিভারসিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) এর উপাচার্য প্রোফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। ড. আনিসুজ্জামান ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বৃহস্পতিবার (১৪ মে) বিকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
জাতীয় অধ্যাপক ও নর্দান ইউনিভারসিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা এর উপদেষ্টা ড.আনিসুজ্জামান এর মৃত্যুতে প্রোফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, ‘শিক্ষা জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি সর্ব শ্রদ্ধেয় মানুষ, তার মৃত্যুতে প্রথমে শোক জ্ঞাপন করছি, তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাকে হারানো গোটা জাতির জন্য অপূরণীয় ক্ষতি’।