Site icon suprovatsatkhira.com

ঘূর্ণিঝড় আম্পানে ইসলামকাটী ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসলামকাটী (তালা) প্রতিনিধি : সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পানে তালার ইসলামকাটী ইউনিয়নে ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ঘূর্ণিঝড়ের পরে ইসলামকাটী ইউনিয়ন ঘুরে দেখা গেছে প্রায় ১শ’ কাচা ও আধা-পাকা বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া পানের বরজ, আমবাগান, ফসলের ক্ষেতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েক শ’ ছোট বড় গাছ গাছালি, উপড়ে পড়েছে রাস্তা ও বাসা বাড়ির আঙিনায়। কারও আবার গাছ পড়েছে ঘরের উপরে।

ইসলামকাটী এলাকার পান চাষি মাধব দত্ত জানান, ‘ঝড়ে আমার ৩ কাউন বরজ পড়ে যাওয়ায় ২ লক্ষ টাকা ক্ষতি হবে। এছাড়াও আমাদের প্রায় এলাকায় ৩০ কাউন বরজ মাটিতে মিশিয়ে দিয়েছে ঘূর্ণিঝড় আম্পান’।

একই এলাকার ব্যবসায়ী লিটন পাল জানান, ‘ঝড়ে আমার দোকানের চাল উড়ে গেছে। বৃষ্টিতে সব মালামাল নষ্ট হয়ে গেছে। আমি এখন কীভাবে সংসার চালাব বুঝতে পারছি না’।

তিনি আরও জানান, ‘বাজারে আরো কয়েক জনের দোকান একেবারে নষ্ট হয়ে হয়ে গেছে। তারাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি অনেকের ঘরবাড়ির ক্ষতি হয়েছে’।

এলাকার আম ব্যবসায়ীরা জানান, ‘আমরা লক্ষ লক্ষ টাকা ব্যায় করে যেসব আম বাগান কিনেছিলাম সেসব গাছে ফলনও ভালো ছিল। কিন্তু ঘূর্ণিঝড় আম্পানের কবলে পড়ে গাছের প্রায় ৮০ ভাগ আম ঝরে পড়েছে। এসব আম কেউ কিনতেও চাইছে না’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version