Site icon suprovatsatkhira.com

খাজরায় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত খালিয়া মোজাহিদুল জামে মসজিদ

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নে প্রলয়ংকারী ঘূর্নিঝড় আম্পানের আঘাতে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালিয়া গ্রামে অবস্থিত খালিয়া মোজাহিদুল জামে মসজিদটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খালিয়া মোজাহিদুল জামে মসজিদের মুুসল্লি আ. কাদের সরদার জানান, বুধবার (২০ মে) সন্ধ্যায় মাগরিবের নামাজান্তে ঘূর্নিঝড় আম্পান প্রচন্ড বেগে ধেয়ে আসে। আমরা মুসুল্লিরা তখন মাগরিবের নামাজ আদায় করছিলাম। হঠাৎ তীব্র ঝড়ের গতিতে জামে মজিদের সম্পূর্ন টিনের চাল উড়ে নিয়ে পাশ্ববর্তী ১শ’ ফুট দূরে একটি মৎস্য ঘেরের মধ্যে পড়ে’।

মোজাহিদুল জামে মসজিদের সভাপতি হাজী ইসমাইল সানা জানান, ঘটনা শোনার পরপরই আমিসহ কমিটির লোকজন মসজিদে এসে দেখি সম্পূর্ন টিনের চাল, ১৫টি সিলিং ফ্যান, মাইক সেট, সোলার প্যানেলসহ মসজিদের সমস্ত জিনিসপত্র একেবারেই পানিতে ভিজে নষ্ট হয় গেছে। সব মিলে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে’।

ধর্মপ্রান মুসল্লিরা আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তর ও সমাজের বিত্তবান দানশীল ব্যক্তিদের নিকট মসজিদটি পূনরায় সংস্কারের জন্য আর্থিক সাহায্য কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version