মে ১১, ২০২০
খলিষখালীতে মাদকসেবীর হামলায় ইউপি সদস্যসহ তার স্ত্রী আহত
খলিষখালী (পাটেকলঘাটা) প্রতিনিধি : খলিষখালীতে চিহ্নিত মাদকসেবী আল আমীনের সন্ত্রাসী হামলায় ইউপি সদস্য আব্দুস সবুর ও তার স্ত্রী বিউটি বেগম (২৬) গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতের স্বামী ইউপি আব্দুস সবুর সদস্য জানান, রবিবার সকালে একই এলাকার তব্বার সরদারের ছেলে কথিত আলামিন সরদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন এলাকা থেকে রাতে তার বাড়িতে অচেনা লোকজন আসে এবং ওই বাড়িতে মাদক সেবীদের আড্ডা বসে। আমি এসব বিষয় নিয়ে তাকে বারণ করি। এরই জের ধরে আমি দুপুরে বাড়ি থেকে বেরিয়ে গেলে সে আমার বাড়িতে ঢুকে আমার স্ত্রীর উপর আকস্মিক হামলা চালায় ও বাড়িঘর ভাঙচুর করে। এতে আমার স্ত্রী বিউটি বেগম গুরতর আহত হয়। আমি বিষয়টা নিয়ে তার কাছে জানতে গেলে সে আমার উপরও হামলা চালায় এবং আমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। বর্তমানে আমি এবং আমার স্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও জানান, সে বিভিন্ন নাম ভাঙিয়ে নিয়মিত মাদক ব্যবসা সহ চাঁদাবাজি করে বেড়ায়। এলাকার মানুষ ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। আমি আজ বাধ্য হয়ে তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ করেছি। পুলিশ এসে তদন্ত করে গেলে সেই রাগে পুলিশ কেন আসল? আল আমীন ও তার স্ত্রী আমার স্ত্রীর উপর পুনরায় হামলা চালিয়ে আহত করে, আমার বাড়িতে ঢুকে ভাঙচুর করে ৫০ হাজার টাকা, আট আনা ওজনের স্বর্ণের চেইন ও চার আনা ওজনের কানের দুল নিয়ে পালিয়ে যায়’। স্থানীয় পল্লী চিকিৎসক সহিদুল ইসলাম জানান, ‘আহত বিউটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে’। ইউপি সদস্য আব্দুস সবুর আরো জানান, আল আমিন সরদার একাধিক বিয়ের নায়ক। এলাকায় সে বিভিন্ন সময় চুরি ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে থাকে। আল আমিন সরদার মাত্র তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে এবং একাধিক মামলার আসামি ও বহুবিবাহের নায়ক। সে কি ভাবে সাংবাদিকতার অনুমতি পায় তা আমার জানা নেই। পাটকেলঘাটা থানার এস আই সুব্রত দাশ সরেজমিনে তদন্তপূর্বক সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমানের কাছে জানতে চাইলে তিনি দু:খ প্রকাশ করেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ‘অভিযোগ পেয়েছি বিষয়টা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’। 8,576,317 total views, 4,087 views today |
|
|
|