মে ১৬, ২০২০
খলিষখালীতে কৃষকলীগ নেতার জমি দখলের পাঁয়তারা
ডেস্ক রিপোর্ট : পাটকেলঘাটার খলিষখালীতে ক্রয়কৃত ভোগদখলীয় জমির মালিককে ভুয়া দলিল দেখিয়ে জমি থেকে উৎখাতের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এমনকি জমির মালিককে জানমালের ক্ষয়ক্ষতি সহ মিথ্যা মামলায় জড়ানেরা হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের এসএম আব্দুল ওহাবের ছেলে ওয়ার্ড কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এস এম সেলিম হাসান। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় জীবন ও পরিবারের নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি করেছেন ওই ভুক্তভোগী। সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ‘খলিষখালীর কাশিয়াডাঙ্গা গ্রামের এস এম সেলিম হাসান খলিষখালীর মৌজার ২৯৮ খতিয়ানের ১১৪,১১৫,১১৭ ও ১১৮ দাগ হতে ১৫ শতাংশ জমি যা গত ১৮/০২/২০২০ ইং তারিখে ৮৩৪/২০২০ নং রেজি:কৃত কোবলা দলিলে খরিদ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিল। এমতাবস্থায় গত ইং ১৩/০৫/২০২০ তারিখে সকাল ৮ টায় তফসিল জমির পূর্ব পাশে সরকারি রস্তার উপর দাঁড়িয়ে বিবাদী কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আলম মোড়লের পুত্র শওকত মোড়ল, শওকত মোড়লের পুত্র মধু মোড়ল এবং সুমন মোড়ল, মৃত হাজের মোড়লের পুত্র আতিয়ার মোড়ল এবং মতিয়ার মোড়ল উক্ত জমি গায়ের জোরে দখল করবে এবং বাদীর দোকান ঘর ভাঙচুর করবে বলে হুমকি ধামকি দেয় বলে জিডিতে উল্লেখ করেন এম এম সেলিম হাসান। তিনি আরো উল্লেখ করেছেন, ‘আমি সহ আমার পরিবারের সদস্যদের জানমালের ক্ষয়ক্ষতি সহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে বলে হুমকি দিচ্ছে কুচক্রী মহলটি। এমতাবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছি’। তাই জীবনের নিরাপত্তা চেয়ে পাটকেলঘাটা থানায় এস এম সেলিম হাসান বাদী হয়ে জিডি করেন। জিডি নং-৫৩৪। তাং-১৫-০৫-২০২০ ইং। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মুর্শেদ জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। 8,576,092 total views, 3,862 views today |
|
|
|