Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জ ও শ্যামনগরে আম্পানে বিধ্বস্ত ঘরবাড়ি বেড়ীবাঁধ পরিদর্শনে জনপ্রশাসন ও পানিসম্পদ সচিব

নিজস্ব প্রতিনিধি: সুপার সাইক্লোন আম্পানে বিধ্বস্ত ঘরবাড়ি ও ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।

শনিবার (২৩ মে) সকাল ৮ টায় সচিবদ্বয় কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ঘূর্ণিঝড়ে সম্পূর্ণ বিধ্বস্ত বাড়ি পরিদর্শন করেন।

পরবর্তীতে আম্পান তান্ডবে মারাত্মক ক্ষতিগ্রস্ত শ্যামনগরের বিভিন্ন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে যান তারা। শ্যামনগর থেকে ফেরার পথে কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুরে সীমান্ত নদী ইছামতির ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ পরিদর্শন করবেন বলে জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল।

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version