কলারোয়া প্রতিনিধি : গতকাল শনিবার কলারোয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন রিাপোর্টার্স ক্লবের উদ্যোগে রবিদাস (চর্মকার) সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। কলারোয়া পৌর সদরসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে জুতা স্যান্ডেল সেলাই, পালিশ করা চর্মকারদের মাঝে এ সহায়তা প্রদান করা হচ্ছে।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি (ইত্তেফাক’র কলারোয়া সংবাদদাতা) সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী বলেন, পবিত্র রমজানের আগের দিন থেকে উপজেলার গরীব, অসহায়, কর্মহীন, নন এমপিও শিক্ষক, হরিজন ও চর্মকারদের মধ্যে এ সহায়তা প্রদান করা হচ্ছে। আগামী ঈদের দিন সকাল পর্যন্ত চলবে এ সহায়তা প্রদান কার্যক্রম। একই সাথে করোনা সচেতনায় উপজেলার বিভিন্ন স্থানে প্রচার পত্র বিলির কাজও অব্যহত আছে।
কলারোয়ার সাংবাদিকদের প্রচেষ্টায় এ খাদ্যসহায়তা প্রদানের সমন্বয়ক ক্লাবের উপদেষ্টা এ্যাডভোকেট কাজী আব্দুল্যা আল হাবিব বলেন, এলাকার অনেক বিত্তশীল আছেন যারা পরিচয় গোপন রেখে সহায়তা দিতে চান। অনেকে আবার ৫/৭ জনের বেশী মানুষকে সহায়তা দিতে চাইছেন না। এমনসব মানুষদের ত্রাণ কার্যক্রমে উদ্বুদ্ধ করা হচ্ছে। পরে তাদের অর্থে রিপোর্টার্স ক্লাবের মাধ্যমে সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে অসহায়দের মাঝে।
ক্লাবের সাধারণ সম্পাদক (কালের কণ্ঠ’র সাতক্ষীরা প্রতিনিধি) সাংবাদিক মোশাররফ হোসেন জানান, ক্লাবের নিজস্ব অর্থদিয়ে শুরু হয় মধ্যবিত্ত কর্মহীনদের মাঝে খাদ্যসহায়তা প্রদান। পরে এলাকার কয়েকজন হৃদয়বান মানুষ এগিয়ে আসেন। এ পর্যন্ত রিপোর্টার্স ক্লাবের সাথে সহায়তার হাত বাড়িয়ে দেন বিশিষ্ট ব্যাংকার কাজী আসাদুজ্জামান আসাদ, মো: আব্দুর রউফ, প্রফেসর ডক্টর মিজানুর রহমান, পলাশ চৌধুরী, বাংলা কনজুমার প্রডাকস্ লি: ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম।
এই খাদ্য সহায়তা প্রদানে সার্বক্ষনিক কাজ করছেন ক্লাবের উপদেষ্ঠা ডাক্তার শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক শামছুর রহমান লাল্টু, সহসভাপতি জাকির হোসেন, অর্থ সম্পাদক মোস্তফা হোসেন বাবলু, জাহিদ হোসেন, মোস্তাক আহম্মেদ, মোজাহিদুল ইসলাম, পলাশসহ ক্লাবের সকল সসদ্যরা। খাদ্যসহায়তা হিসাবে প্রতি প্যাকেটে চাল, ডাল, আটা, ডিটারজেন্ট, সাবান, ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন প্রদান করা হচ্ছে।