Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় ঈদে নতুন জামা কিনে না দেয়ায় পুত্রের হাতে পিতা নিহত

মেহজাবিন সুলতানা: ঈদে নতুন জামা কিনে না দেয়ায় ছেলের ছুড়ে মারা হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। ঈদের আগের দিন রবিবার বিকালে কলারোয়া উপজেলার খোর্দ বাজারে ছেলে তার বাবাকে হাতুড়ি ছুড়ে মারে। ঈদের পর দিন মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।
নিহতের নাম মো: নজরুল ইসলাম (৫৫)। তিনি দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ফুটপাতের জুতা বিক্রেতা। ছেলে নুরুল ইসলাম (১৭) ছলিমপুর হাজী নাসিরউদ্দীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে বলেন, মো: নজরুল ইসলাম অভাবী মানুষ। ছেলে ঈদের সময় জামা দাবি করেছিল। দিতে পারেননি অভাবী বাবা। রবিবার বিকালে বাবার সাথে কথাকাটাকাটি হলে ছেলে ক্ষিপ্ত হয়ে বাবাকে হাতুড়ি ছুড়ে মারে। তাকে উদ্ধার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর উল গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় নিহতের স্ত্রী মাজিদা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version