Site icon suprovatsatkhira.com

করোনা আক্রান্ত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান

সুপ্রভাত সাতক্ষীরা অনলাইন ডেস্ক: জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে ৷ এর ফলে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (১৫ মে) সরকারি ব্যবস্থাপনায় তার দাফন সম্পন্ন হবে৷

বৃহস্পতিবার (১৪ মে) রাতে একটি সংবাদ সংস্থাকে এ তথ্য নিশ্চিত করেন তার ছেলে আনন্দ জামান৷

আনন্দ জামান বলেন, বৃহস্পতিবার সকালে আব্বার নমুনা নেওয়া হয়। পরে বিকেলে মারা যাওয়ার পরও নমুনা নেওয়া হয়েছে। পরে আব্বার করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া গেছে৷ এর কারণে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে৷ পূর্বঘোষিত কর্মসূচি পালন করা হবে না৷

তিনি জানান, আজিমপুর কবরস্থানে বাবার কবরে আনিসুজ্জামানকে দাফন করার বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত হয়েছিলো৷

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version