Site icon suprovatsatkhira.com

করোনার সংকটকালীন সময়ে জেলার খেলোয়াড়দের কথা ভেবে জেলা ক্রীড়া সংস্থা ও বিসিবি ভাল উদ্যোগ নিয়েছে-এমপি রবি

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংকটকালীন সময়ে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলোয়াড় এবং বিসিবি প্রদত্ত দুঃস্থ ক্রিকেটারদের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ মে) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া সংস্থার হলরুমে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সহায়তা প্রদান করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘প্রাণঘাতী বরোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক হওয়ার আহবান জানানোর পরও মানুষ স্বাস্থ্য বিধি মানছে না। আমার খুবই কষ্ট লাগে। আমাদের উপলব্ধি ও চেতনা কম। স্বাস্থ্য বিধি মেনে চলা সকলের দায়িত্ব। জননেত্রী শেখ হাসিনা সরকার করোনা ও আম্ফানে অসহায় ক্ষতিগ্রস্থদের খোঁজ-খবর নিতে মন্ত্রী. এমপি ও সচিবদের সাতক্ষীরায় পাঠিয়েছেন সরেজমিনে দেখতে। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্ফানে অন্যান্য জেলার থেকে সাতক্ষীরা অনেক ভাল আছে। জেলার খেলোয়াড়দের কথা ভেবে করোনার প্রাদুর্ভাবে সংকটকালীন সময়ে জেলা ক্রীড়া সংস্থা ও বিসিবি একটি ভাল উদ্যোগ নিয়েছে। এজন্য জেলা ক্রীড়া সংস্থা ও বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনা প্রতিরোধে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান ও সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক প্রমুখ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংকটকালীন সময়ে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলার ১শ’৭১ জন বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের মাঝে মোট ২ লক্ষ ৫৬ হাজার ৫শ’ টাকা নগদ অর্থ এবং বিসিবি প্রদত্ত দুঃস্থ ৫১ জন ক্রিকেটারদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য মো. আব্দুল মান্নান, কাজী কামরুজ্জামান, হাফিজুর রহমান খান বিটু, মীর তাজুল ইসলাম রিপন, মো. আলতাপ হোসেন, সাতক্ষীরা পৌর যুবলীগের আহবায়ক মো. মনোয়ার হোসেন অনু, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, স.ম সেলিম রেজা, সৈকত প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার আরিফ হাসান প্রিন্স। এসময় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version