Site icon suprovatsatkhira.com

উপকূলের টেকসই উন্নয়ন চায় ছাত্রলীগ

রাকিবুল ইসলাম : ঘূর্ণিঝড় আম্পানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চল। আম্পান পরবর্তী সময় থেকে জেলার উপকূলীয় অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার সঙ্গী হয়ে সহযোগিতা করে চলেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা। ইতোমধ্যে বাংলাদেশ ছাত্রলীগ এর নেতৃবৃন্দ তাদের দায়বদ্ধতার জায়গা থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেছেন। এদিকে ঈদের পরবর্তী দিন শনিবার থেকেই বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক মামুন বিন সাত্তার, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক নাহিদ হাসান শাহিন, উপ ধর্ম সম্পাদক জামান শাহেদ আশাশুনি ও শ্যামনগর এর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত বাঁধ ভাঙন নিয়ে স্থানীয় জনসাধারণ এর সাথে মতবিনিময় করে এবং তাদের প্রত্যাশার কথা জেনেছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। সরেজমিনে পরিদর্শন শেষে সকল চিত্র পর্যবেক্ষণ করে শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক মোস্তফা কামালের সাথে স্থায়ী টেকসই সমাধান নিয়ে দীর্ঘক্ষণ আলাপচারিতা করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে উপক‚লে সবুজ বেষ্টনী, স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ, সাইক্লোন সেন্টার এর সংখ্যা বৃদ্ধি, ঘূর্ণিঝড় সহায়ক বাড়ি নির্মাণ, নদী শাসনের উপর জোর দিয়ে জেলা প্রশাসকের কাছে দাবি তোলা হয়। জেলা প্রশাসকের সাথে আলাপচারিতার সময় বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুন বিন সাত্তার, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক নাহিদ হাসান শাহিন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আসিফ শাহাবাজ, জেলা ছাত্রলীগ নেতা মো. সুমন হোসেন, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা আসিফ মাহমুদ মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version