Site icon suprovatsatkhira.com

আম্পানের আঘাতে শ্যামনগরে প্রায় ৬৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে শ্যামনগর উপজেলায় মৎস্য ও কৃষি খাত সহ সর্ব মোট ৬৬ কোটি ৭০ লক্ষ ২০ হাজার টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। শ্যামনগর উপজেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী উপজেলার ৪ হাজার ৫শ’ হেক্টর জমিতে ৪ হাজার মৎস্য ঘের প্লাবিত হয়ে ৫৭ কোটি ৬০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। যার মধ্যে সাদা মাছ আছে ৫শ’ ৬৪ মে. টন যার বাজার মূল্য ৯ কোটি ৮৭ লক্ষ টাকা, ৮শ’ ৬০ মে. টন চিংড়ি যার বাজার মূল্য ৪৩ কোটি টাকা এবং ৯ লক্ষ চিংড়ি রেনু নষ্ট হয়ে ৪ কোটি ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলায় মোট ১৩০ হেক্টর জমিতে উৎপাদিত আম থেকে ২ কোটি ৯১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ২১৪ হেক্টর জমিতে উৎপাদিত গ্রীষ্মকালীন সবজি ক্ষেতে ৬ কোটি ৪২ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে মোট ১.৭ কি. মি. বেড়ি-বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া ১১হাজার ১শ’ ৯০ মানুষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৪হাজার ৩শ’ ২২ জন মানুষ। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. ন. ম. আবুজর গিফারী জানান, ‘সুপার সাইক্লোন আম্পানের কবলে শ্যামনগর উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেড়ি বাধ ভেঙে যাওয়া ও পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে বেড়ি বাধ ছাপিয়ে কয়েকেটি এলাকা প্লাবিত হয়েছে। ফলে উপজেলার মৎস্য ঘের, ঘরবাড়ি, ফসলের ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version