ন্যাশনাল ডেস্ক : চলতি বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা নির্ধারণ করেছে ফিতরা নির্ধারণ কমিটি। সোমবার (০৪ মে) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়। সভায় উৎকৃষ্ট লাল আটার ৪২ টাকা দর ধরে ফিতরা নির্ধারণ করা হয়েছে। গত বছরও ফিতরার সর্বনিম্ন হার ৭০ টাকাই ছিলো। এদিকে সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে ২২শ’ টাকা। পনিরের দর হিসাব করে এটা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।