মে ১৭, ২০২০
পাটকেলঘাটায় সাংবাদ কর্মীর উপর হামলা ও প্রাণ নাশের হুমকির অভিযোগ
পাটকেলঘাটা প্রতিনিধি : তালা উপজেলার পাটকেলঘাটার ভারসা এলাকার এক সংবাদ কর্মীর উপর হামলা ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে। তিনি অনলাইন পোর্টাল বিবিসি ৭১ এর তালা প্রতিনিধি। এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ মে) পাটকেলঘাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন সংবাদ কর্মী আহসান হাবীব। সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, পাটকেলঘাটার ভারসা এলাকার মৃত বাদশাহ উদ্দিন মোড়লের ছেলে মো. বদরুল মোড়ল (৫৬) ও তার ভাই খোসরুল মোড়লের (৫০) সাথে সংবাদকর্মী আহসানের দীর্ঘদিন যাবৎ পারিবারিক দ্বন্দ চলে আসছিল। সে কারনে অভিযুক্ত ২ জন আহসান ও তার পরিবারের সদস্যদের অপমান-অপদস্ত মারপিট সহ ক্ষতি সাধনের অপচেষ্টায় লিপ্ত থাকে। এরই জের ধরে আহসানের পিতা নগর খোলা বিলে গত ১২ মে আনুমানিক সকাল ৬ টার দিকে ধান কাটতে গেলে ধান কাটা সংক্রান্ত বিষয় নিয়ে অযথা তারা তর্ক-বিতর্ক করে। এক পর্যায়ে তার পিতাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে মারপিট করতে উদ্যত হয়। অতঃপর উক্ত ঘটনার জের ধরে ঐদিন সকালে সাড়ে ৭ টার দিকে আহসানের পিতা বাড়িতে আসলে আবার গালি গালাজ সহ মারপিটের জন্য উদ্যত হয়। এ সময় ওই সয়বাদ কর্মী ঘটনার প্রতিবাদ করতে গেলে বদরুল মোড়লের নির্দেশে খোশরুল মোড়ল মারপিট করার উদ্দেশ্যে আহসানের বাড়ীতে অনধিকার প্রবেশ করে মারপিট করতে উদ্যত হয়। এক পর্যায়ে তারা দু’জনই আহসানকে একাকি পেয়ে মারপিট, খুন যখম করবে এবং তার পেশাগত জীবনে ক্ষতি করবে, হয়রানিমূলক মিথ্যা মামলা দেবে বলে প্রকাশ্যে হুমিক প্রদর্শন করে। এ ঘটনায় জীবনের নিরাপত্তার জন্য সংবাদকর্মী আহসান হাবিব বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ১৪ মে পাটকেলঘাটা থানার সাধারণ ডায়েরি নং ৫০৩। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন। 8,577,674 total views, 5,444 views today |
|
|
|